ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হচ্ছে আজ

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হচ্ছে আজ

বহুমুখী চ্যালেঞ্জ সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ আজ। এই অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্ত করেছে সরকার। এটি চলতি (২০২৩-২৪) সংশোধিত বাজেটের তুলনায় ১১.৫৬ শতাংশ বেশি। আজ (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এটি।

নতুন অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে যা ছিল ৫ লাখ কোটি টাকা। রাজস্ব প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ শতাংশ। এনবিআর বহির্ভূত উৎস থেকে রাজস্ব আসবে আরও ১৫ হাজার কোটি টাকা। আর কর ব্যতীত আয়ের লক্ষ্য ধরা হচ্ছে ৪৫ হাজার কোটি টাকা।


চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের মূল আকার ধরা হয়ে ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম- ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’।  আগামী ৩০শে জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।সুত্রঃ মানবজমিন