বাংলা বানান জানে না ইসি!
স্টাফ রিপোর্টার: ঢাকা, ২৪ ডিসেম্বর। ভুল বাংলা বানানে ক্ষুদে বার্তা পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিগত বেশকিছু দিন ধরে অন্যান্য সরকারি সেবা সংক্রান্ত ক্ষুদে বার্তার মতো বার্তা দিয়ে আসছিল ইসি। গভমেন্ট ইনফো শিরোনামে এসব বার্তা মুঠোফোনে ব্যবহারকারীদের কাছে এসে থাকে।
বিগত কয়েকদিন ধরে ইসির তরফ থেকে আসা বার্তাগুলো নির্বাচনী আচার-আচরণ সংক্রান্ত। তফিসিলের পর থেকে মনোনয়ন পত্র দাখিল এবং নির্বাচনে অংশ নেয়ার আহবান ছিল এসব ক্ষুদে বার্তায়। গত দুই-তিন ধরে নির্বাচনী আইন মেনে চলার জন্য সতর্ক করে বার্তা আসছিল।
শনিবার এবং রবিবার সকালে ইসির তরফ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, জোর করে কেন্দ্র দখল করা, জাল ভোট দেয়া, ভোটার হুমকি বা ভয় দেখানো দণ্ডনীয় অপরাধ, এ সকল কাজ থেকে বিরত থাকুন।
কিন্তু জোরের জায়গায় ইসির বার্তায় লেখা হয়েছে 'জোড়'। বাংলায় জোর মানে যেখানে জবরদস্তি করা, সেখানে জোড় মানে কোনকিছুর জোড়া।
'জোড়' দিয়ে কখনো জোর বা জবরদস্তি বুঝানো সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। রাজধানীর একটি কলেজের বাংলা বিভাগের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মর্নিং নিউজকে বলেন, 'এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের খামখেয়ালি ছাড়া কিছু নয়। শহীদের রক্তে ভেজা বাংলা বর্ণমালার সাথে এমন অবহেলা মেনে নেয়া যায় না।' এদিকে, এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বাংলা জানা লোক থাকবে এটি বিষ্ময়কর ব্যাপার। সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন তারা।
