বাংলাদেশে তৈরি ওয়ালমার্টের ২ লাখ ১৬ হাজার পোশাক ফেরত নেয়ার নির্দেশ কানাডা সরকারের

বাংলাদেশে তৈরি ওয়ালমার্টের ২ লাখ ১৬ হাজার পোশাক ফেরত নেয়ার নির্দেশ কানাডা সরকারের

বাংলাদেশে তৈরি ওয়ালমার্টের ২ লাখ ১৬ হাজারের বেশি তৈরি পোশাক ক্রেতাদের কাছ থেকে ফেরত নেয়ার নির্দেশ দিয়েছে কানাডা সরকার। জর্জ ব্রান্ডের এসব পোশাককে স্বাস্থ্যঝুঁকি হিসেবে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ালমার্ট হলো বৈশ্বিক চেইনশপ। তারা বিশ্বজুড়ে ব্যবসা করে। কানাডায় তাদের কাছ থেকে যেসব ক্রেতা এসব পোশাক কিনেছিলেন, তাদের কাছ থেকে সেই বিক্রি করা পোশাক ফেরত নিতে বলা হয়েছে। বিনিময়ে মূল্য ফেরত দিতেও বলা হয়েছে। কানাডার স্বাস্থ্য বিভাগের (হেলথ কানাডা) ওয়েবসাইটে বলা হয়েছে, এসব পোশাক গাজীপুরে অবস্থিত ইউনিক ডিজাইনার্স কারখানায় তৈরি জর্জ ব্রান্ডের স্লিপার। তা বাজার থেকে তুলে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, বারবার এসব পোশাক ধোয়ার কারণে জিপারের বর্ধিতাংশ ভেঙে যেতে পারে। পায়ের ও গলার গ্রিপ চেপে যেতে পারে।


বাংলাদেশে তৈরি ওয়ালমার্টের ২ লাখ ১৬ হাজারের বেশি তৈরি পোশাক ক্রেতাদের কাছ থেকে ফেরত নেয়ার নির্দেশ দিয়েছে কানাডা সরকার। জর্জ ব্রান্ডের এসব পোশাককে স্বাস্থ্যঝুঁকি হিসেবে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ালমার্ট হলো বৈশ্বিক চেইনশপ। তারা বিশ্বজুড়ে ব্যবসা করে। কানাডায় তাদের কাছ থেকে যেসব ক্রেতা এসব পোশাক কিনেছিলেন, তাদের কাছ থেকে সেই বিক্রি করা পোশাক ফেরত নিতে বলা হয়েছে। বিনিময়ে মূল্য ফেরত দিতেও বলা হয়েছে। কানাডার স্বাস্থ্য বিভাগের (হেলথ কানাডা) ওয়েবসাইটে বলা হয়েছে, এসব পোশাক গাজীপুরে অবস্থিত ইউনিক ডিজাইনার্স কারখানায় তৈরি জর্জ ব্রান্ডের স্লিপার। তা বাজার থেকে তুলে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, বারবার এসব পোশাক ধোয়ার কারণে জিপারের বর্ধিতাংশ ভেঙে যেতে পারে। পায়ের ও গলার গ্রিপ চেপে যেতে পারে।

সোর্সঃ মানবজমিন