প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১১৪ শতাংশ: আশিক চৌধুরী

প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১১৪ শতাংশ: আশিক চৌধুরী

২০২৪ সালের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি বছরের একই সময়ে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১১৪ শতাংশ। এসময় বিনিয়োগ হয়েছে ৮৬ কোটি ৪০ লাখ ডলার। আজ বুধবার দেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে এক ওয়েবিনারে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 

এসময় জ্বালানি উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে স্কুল কলেজ ও হাসপাতালের ছাদে সৌরবিদ্যুতে জোর দেওয়া হচ্ছে।

আশিক চৌধুরী বলেন, ‘গত একবছরে দেশে বিনিয়োগ বেড়েছে। বিনিয়োগের একটি সুন্দর পরিবেশ নিশ্চিতে বিডা বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এছাড়া কিছু সংস্কার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।’ 

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘দেশে জ্বালানির চাহিদা মেটাতে পর্যাপ্ত এলএনজি আমদানি করা হয়েছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে স্কুল-কলেজ ও হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।’

Source: www.itvbd.com