জবিতে ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

জবিতে ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

রাকিব রায়হান, জবি প্রতিনিধি: 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪ অর্থ বছরের ১৫১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল  মঙ্গলবার (২৭ জুন) রাত ৮ টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাশ করা হয়।


সিন্ডিকেট সভার সদস্যদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদের অনুপস্থিতিতে (হজ্বে) অর্থ পরিচালক ড. কাজী নাসির উদ্দিন এ বাজেট উপস্থাপন করেন।


বাজেট বিশ্লেষণে দেখা যায়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি বাবদ ১১৭ কোটি ৬৩ লাখ টাকা, পন্য ও সেবা বাবদ সহায়তা খাতে ২৭ কোটি ৫০ লাখ টাকা, পেনশন খাতে ৪ কোটি ৭৩ লাখ টাকা, গবেষণা অনুদানে ৩ কোটি ২২ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্য সেবা খাতে ৭ লাখ টাকা, অন্যান্য অনুদানে ১ কোটি ৭ লাখ টাকা, যন্ত্রপাতি অনুদানে ১ কোটি ৮৮ লাখ টাকা, যানবাহন খাতে ১ কোটি ৩০ লাখ টাকা, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯৫  লাখ টাকা ও অন্যান্য মূলধন খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মোট ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা খরচ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় মোট ৭ কোটি ১ লাখ টাকা বাদ দেয়া হয়েছে। এতে নীট বাজেট ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ টাকা।


এরআগে গত ২০২২-২৩ অর্থ বছরে মোট ১২৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া ২০২১-২২ অর্থ বছরে বাজেট ছিল ১৩০ কোটি ১৯ লাখ টাকা।


এছাড়া ৯৪ তম সিন্ডিকেট সভায় 'পিআরএল খর্ব' শর্তে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে ১ বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এছাড়া সমাজকর্ম বিভাগে এবং শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়। অন্যদিকে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীদের পদোন্নতিও দেয়া হয় বলে সিন্ডিকেট সূত্রে জানা গেছে।