জন্ডিসে আক্রান্ত ইবি ছাত্রীর মৃত্যু
ইবি প্রতিনিধি: জন্ডিসে আক্রান্ত হয়ে আকলিমা আক্তার আঁখি নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী মৃত্যুবরণ করেছেন। রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল ৯টায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আঁখি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুর জেলার কাউনিয়া উপজেলার সদ্রাতালু গ্রামের আইয়ুব আলীর কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে পরিবারের কাছে যান আঁখি। সেখানে কাউনিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জ্বর না কমলে তাকে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। দুইদিন পরও অবস্তার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন আইসিইউতে থাকার পর গতকাল রবিবার (২৫ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে ফিন্যান্স বিভাগ এবং ইবি ক্যাম্পাসে শোক বিরাজ করছে।