চবিতে শুরু হলো জাতিসংঘের প্রতীকী অষ্টম সম্মেলন
চবি প্রতিনিধি:
“সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী সুনীল অর্থনীতির প্রসারে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বৃদ্ধি”প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) শুরু হয়েছে জাতিসংঘের প্রতীকী ৮ম সম্মেলন।
বুধবার দুপুরে মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে শুরু হওয়া আন্তর্জাতিক এই সম্মেলনটি আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
ঢাবি, জাবি, রাবি সহ দেশ-বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করছেন। ভারত, নেপাল, মালয়েশিয়া, সিয়েরা লিওনসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের অংশগ্রহণে এই সম্মেলনের প্রথমদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন, আইন বিভাগের অধ্যাপক এ.বি. এম আবু নোমান, মেরিন সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মোঃ শাফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো শাহনেওয়াজ চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় ও নাজেমুল আলম মুরাদ এবং ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় কলকাতা এর অধ্যাপক ড. কৃতি সরকার।
সভাপতিত্ব করছেন সংগঠনের মহাসচিব আব্দুল্লাহ আল জিদান।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক বেনকুমার দে বলেন, সমুদ্র সম্পদ একটি দেশের অন্যতম বড় একটি সম্পদ। একটি দেশের জাতীয় আয়ের অনেক বড় একটি অর্থ সমুদ্র থেকে আসে। তাই এই সম্পদ রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব।
আইন বিভাগের অধ্যাপক এ.বি. এম আবু নোমান বলেন, উপস্থিত শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে বিশ্ব নেতাদের মত কথা বলবে। বিশ্ববাসীকে জানিয়ে দিবে সমুদ্র নিয়ে কাজ করার বিভিন্ন পদ্ধতি ও ধারা। এদের মতো তরুণরাই পারবে বিশ্বের পরিবর্তন আনতে।
মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো শাহনেওয়াজ চৌধুরী বলেন, "সমুদ্র একটি যৌথ সম্পদ, যা একটি দেশের একা রক্ষা করা সম্ভব নয়। এর জন্য প্রযোজন বৈশ্বিক সহযোগিতা'। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক সম্পদ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে সাধুবাদ জানান।
দক্ষিণ এশিয়ার অন্যতম এই আন্তর্জাতিক সম্মেলনে বৈঠক হচ্ছে ১০ টি কমিটির। কমিটিগুলো হলো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও), পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা (ওপেক), আর্কটিক কাউন্সিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি)।
এসব কমিটিতে বিভিন্ন দেশের হয়ে প্রায় তিন শতাধিক তরুণ শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছেন। যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালন ও দলবদ্ধভাবে কাজ করে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, সুনীল অর্থনীতির বিস্তার ও এর টেকসই বিকাশে সম্ভাব্য বাধা উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, সময়োপযোগী সমাধান নিরূপণ ও ভবিষ্যত পরিকল্পনার নিয়ে তারা আলোচনা করবেন।