চবিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আরবি ব্রেইল প্রশিক্ষণ উদ্বোধন
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটি বাংলাদেশের (ডিআইএসবিডি) উদ্যোগে আরবি ব্রেইল প্রশিক্ষণ উদ্বোধন, শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে
আলোচনা সভায় ডিআইএস'র চবি ইউনিটের আহ্বায়ক রাকিবুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম ফেরদৌস আলম ও চবি আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় আরবি ভাষা শিক্ষার সুবিধার্থে এগারো জন শিক্ষার্থীর হাতে আরবি কায়েদার ব্রেইল, ছয়জন শিক্ষার্থীকে নগদ ছয় হাজার টাকা ও দুইজনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম ফেরদৌস আলমের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহায়তা করার উদ্দেশ্য কয়েক জন বন্ধু নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই ডোরস্ ফর ইনক্লুসিভ সোসাইটি বাংলাদেশ (ডিআইএসবিডি) সংগঠনটি।