গেজেট প্রকাশের পরও নির্বাচন বাতিলের প্রস্তাব ইসির

গেজেট প্রকাশের পরও নির্বাচন বাতিলের প্রস্তাব ইসির

বিদ্যমান আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার পর সেই ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই। তবে জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংশোধনের খসড়ায় সেই ক্ষমতার প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আরপিও সংশোধনের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন এবং সংসদে আইন পাস হলে ফলাফলের গেজেট (নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন) প্রকাশ হলেও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ইসি সেই ভোট বাতিল করার ক্ষমতা পাবে।