অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যের জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যের জরিমানা

বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যশোরের শার্শায় সাইফুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 


বুধবার (৩ জুলাই) বিকালে উপজেলার আমলাই গ্রামে অভিযান চালিয়ে তাকে এমন শাস্তি দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন।



ম্যাজিস্টেট নুসরাত ইয়াসমিন জানান, 'উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের উত্তরের মাঠে মাছের ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলো একই গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও তার সহযোগীরা। এর ফলে আশেপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ছে এমন গোপন খরবে আমি ফোর্স  নিয়ে সেখনে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই এবং ইউপি সদস্য সাইফুল ইসলাম অবৈধ ভাবে বালু উত্তোলন করছে বলে স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তার কাছ থেকে ৬০ হাজার জরিমানা আদায় করা হয়।'

 


নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন আরা জানান, সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে।

এদিকে জনপ্রতিনিধি হয়েও একজন ইউপি সদস্যের এ ধরনের অন্যায় কাজে এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

তারা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রশাসনের শক্ত পদক্ষেপ নাহলে বালু ব্যবসায়ীরা তাদের কৃষি জমি শেষ করে দেবে।