শিশুর মধ্যে যোগাযোগ-দক্ষতা বাড়াবেন কীভাবে
চমৎকার যোগাযোগ দক্ষতা জীবনের সব ক্ষেত্রেই প্রয়োজনীয়। অনেক শিশুই অন্যদের তুলনায় পরে কথা বলে। সেক্ষেত্রে বাবা-মায়ের উচিত ছোট থেকেই শিশুর মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়ানোর চেষ্টা করা। শিশুর মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়াতে বাবা-মাযেরা কী করতে পারেন তা জানানো হয়েছে 'টাইমস অব ইন্ডিয়া'র এক প্রতিবেদনে। এতে এমন কিছু টিপস বলা হয়েছে যা অনুসরণ করলে শিশুর বাচনভঙ্গি এবং ভাষাগত দক্ষতা উন্নত হবে।
শিশুর সঙ্গে কথোপকথনের জন্য অনুকূল পরিবেশ: শিশুদের শোনার এবং শেখার জন্য প্রাপ্তবয়স্কদের তুলনায় শান্ত পরিবেশ প্রয়োজন। দিনের একটা সময় শিশুর সঙ্গে কাটান। সেটা হতে পারে তার হোম ওয়ার্ক, পড়া কিংবা খেলার সময়। এ সময় তার সঙ্গে কথা বলুন। তার সঙ্গে যোগাযোগ তৈরি করুন।
প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিশুকে সময় দিন: অনেক সময় শিশুদের কোনো একটি বিষয় বোঝার জন্য এবং উত্তর তৈরি করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। শিশু কীভাবে প্রশ্নের উত্তর দেয় তার জন্য আগে অপেক্ষা করুন। সে কী বলে সেটা শুনে তারপর তার সঙ্গে কথা বলুন।
খোলাখুলি কথা বলুন: এর মানে এই নয় যে, শিশুকে প্রশ্ন করা যাবে না। বরং শিশুরা কোনো কিছু বললে তার সঙ্গে খোলাখুলি কথা বলুন। সমালোচলামূলক আলোচনা শিশুকে নানা ধরনের সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করবে। তার ভাষাগত দক্ষতাও বাড়বে।
শব্দ শেখান: আপনি যখন শিশুর সঙ্গে কথা বলেন বা কোনো কিছু পড়ে শোনান তখন তাকে বিভিন্ন শব্দের ব্যবহার ও অর্থ শিখতে সহায়তা করুন। শিশুর শিক্ষার ভিত্তি হল তাদের শব্দভান্ডার। শিশুর স্নায়ুকে উদ্দীপ্ত করতে কথা বলার পাশাপাশি বিভিন্ন পশুপাখি বা ছবি দেখাবেন, বেড়াতে নিয়ে যাবেন, খেলনা নিয়ে বাচ্চার সঙ্গে খেলবেন। এতে তার মধ্যে ভাষার পাশাপাশি যোগাযোগ দক্ষতাও বাড়বে।