রাবিতে পাখি ও প্রকৃতি রক্ষায় র্যালি
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পাখিদের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সম্পদ রক্ষায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ র্যালির আয়োজন করে বার্ড কনজারভেশন ক্লাব ও বার্ডশাহী। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রহমুতুননেছা হলে সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, পরিবেশের অনুষঙ্গগুলো যদি আমরা বাঁচিয়ে না রাখি তাহলে পরিবেশের ভারসাম্য থাকবে না। তাই আমরা পরিবেশের সৌন্দর্য নিয়ে সবাইকে সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাঝখানে ক্যাম্পাসে পাখির কলোনীসমূহ হারিয়ে যাচ্ছিল, এখন তা আবার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। পাখিরা যেন নিরাপদে থাকতে পারে এবং ক্যাম্পাসের সৌন্দর্য যেন অটুট থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় বার্ড কনজারভেশন ও বার্ডশাহীর প্রতিষ্ঠাতা হাসনাত রনি বলেন, 'পাখিদের সৌন্দর্য রক্ষার্থে আমরা প্রশাসন কিংবা বনবিভাগের সাহায্য নিয়ে বিভিন্ন কাজ করছি। রাজশাহীর ১০ এবং ৮ নম্বর চরের যেসব জায়গায় পাখিদের কলোনি তৈরি হয় সেখানেও আমরা পাখিদের সৌন্দর্য রক্ষার্থে কাজ করে যাব।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বার্ড কনজারভেশন ক্লাব এবং বার্ডশাহীর অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।