রমজানে কুয়েতে অফিস চার ঘণ্টা

রমজানে কুয়েতে অফিস চার ঘণ্টা

আসছে পবিত্র মাহে রমজান। আর এই রমজানকে সামনে রেখে মুসল্লিদের জন্য দারুণ এক সুখবর দিলো কুয়েত।


পুরো রমজান মাস জুড়ে মুসলিমরা ব্যস্ত থাকেন আল্লাহর সন্তুষ্টি কামনায়। সেহরি, ইফতার, তারাবিহসহ নানা রকম ইবাদতে ব্যস্ত সময় পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাই রোযাদার মুসল্লিদের কথা চিন্তা করে এবার কর্মঘন্টা শিথিল করার ঘোষণা দিলো কুয়েত সরকার। রমযান মাসে মাত্র চার ঘন্টা অফিস করার নির্দেশনা দিয়েছে দেশটি।


কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিভাগের ‘২০২৩ সালের কর্মদক্ষতা মূল্যায়নের’ পরই এই ঘোষণা এসেছে। এক প্রতিবদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মুসলামানদের কাছে পবিত্রতম এই মাসে দেশটিকে অফিস সময় চার ঘণ্টা করার ঘোষণা দেওয়া হয়েছে। এর সঙ্গে কর্মীদের জন্য আরও দুটি বাড়তি সুযোগ দেওয়া হয়েছে। যেখানে নারীরা ১৫ মিনিটি করে দুটি এবং পুরুষরা একটি ‘গ্রেস পিরিয়ড’ পাবেন। অর্থাৎ নারী কর্মীরা কর্মঘণ্টা শুরুর ১৫ মিনিট পর অফিসে আসতে পারবেন ও শেষের ১৫ মিনিট আগেই অফিস ত্যাগ করতে পারবেন। আর পুরুষ কর্মীদের জন্য সকালে ১৫ মিনিট দেরিতে আসার সুযোগ রয়েছে। তবে অফিস শেষের পর পুরুষদের আরও ১৫ মিনিট কাজ করতে হবে।

এছাড়া কর্মদক্ষতা বিবেচনা করে রমজানে কর্মীদের ভালো পরিমাণ অর্থ বোনাস দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে সরকারের বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রয়োজন অনুযায়ী, শিফট এবং অফিস সময় নির্ধারণ করার সুযোগ পাবে। Source: bvnews24.com