ভারত- ইংল্যান্ডের সামনে আরেকটি ঘূর্ণিযুদ্ধ

ভারত- ইংল্যান্ডের সামনে আরেকটি ঘূর্ণিযুদ্ধ

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মাদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ঘূর্ণিমন্ত্রে বাজিমাত করে ইংল্যান্ড। টম হার্টলি ছিলেন ভারতবধের নায়ক। আরেকটু এগিয়ে যাওয়ার পালা ইংলিশদের। ঘুরে দাঁড়ানোর মঞ্চ রোহিতদেরও। বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্ট নিশ্চিত রূপ নেবে মহারণে। 

আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া টেস্টে দলের সেরা তিন অস্ত্র বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজাকে ছাড়াই নামবে ভারত। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন রাহুল ও জাদেজা। তাদের জায়গায় ডাক পেয়েছেন সরফরাজ খান ও দুই স্পিন অলরাউন্ডার সৌরভ কুমার, ওয়াশিংটন সুন্দর। সিরিজ শুরুর আগে ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ থেকে সরে দাঁড়ান কোহলি। তার জায়গায় ব্যাটার রজত পটিদারকে নেওয়া হয়। 

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড পাচ্ছে না জ্যাক লিচকে। প্রথম ম্যাচে তিনি হাঁটুতে চোট পান। তার জায়গায় অভিষেকের অপেক্ষায় স্পিনার শোয়েব বশির। মার্ক উডের জায়গায় থাকবেন জেমস অ্যান্ডারসন। 

ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, ইংল্যান্ড যদি চার স্পিনার নিয়ে মাঠে নামে তাহলে বোলিংয়ে ইনিংস শুরু করতে পারেন বশির। সিন রেডিওকে ম্যাককালাম জানান, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে চায় ইংল্যান্ড। তিনি বলেন, ‘দলের সব স্পিনারকে খেলাতে পিছপা হব না আমরা।’ লিচের চোট নিয়ে বেন স্টোকস জানিয়েছেন, ‘এটা একটা বড় লজ্জা। তবে আমরা আশা করছি যে ও বেশিদিন দলের বাইরে থাকবে না।’ 

শোয়েব বশির মাত্র ১০টা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তার গড় ৬৪। ইংল্যান্ডের এই স্পিনার ভারতের সামনে একদম আনকোরা হতে চলেছেন। টম হার্টলি প্রথম ম্যাচে ৭ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। সেটা ছিল তার প্রথম ম্যাচ। এবার বশির নামবেন দ্বিতীয় টেস্টে। নিশ্চিত হার্টলি হওয়ার মন্ত্র ঝঁপছেন তিনি। বশিরকে নিয়ে বেন স্টোকস বলেন, ‘আমি ওকে খুব একটা বেশি দেখিনি, ওকে ভালো করে দেখি আবুধাবিতে আমাদের ট্রেনিং ক্যাম্পে। তবে আমি টুইটারে ওর বোলিংয়ের অনেক ভিডিও দেখেছি। ওর উচ্চতা ওকে বাড়তি স্পিন পেতে সাহায্য করে।’

বিশাখাপত্তম টেস্ট নিজেদের করতে বেশ সতর্ক ভারত। ইংল্যান্ড চায় দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে। এই টেস্ট সাক্ষী হতে পারে ৫টি রেকর্ডের।