বিপিএলে খেলা ছেড়ে দিলেন হুইপ মাশরাফি!

বিপিএলে খেলা ছেড়ে দিলেন হুইপ মাশরাফি!

স্পোর্টস প্রতিবেদক: নবম বিপিএলে বাজিমাত দেখানো সিলেট স্ট্রাইকার্স দশমে এসে চরম ব্যর্থ। গতবারের রানারআপ দলটি এবার হেরেছে পাঁচটি ম্যাচের সবকটি। পয়েন্ট টেবিলেও অবস্থান তলানিতে।  


সিলেটের এমন পারফরম্যান্সের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন স্বয়ং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পারফরম্যান্সের সিকিভাগও দিতে পারেননি জাতীয় দলের সাবেক এই দলনেতা। বল হাতে ব্যর্থ মাশরাফি চেষ্টা করেছেন ব্যাট হাতে ভূমিকা রাখতে। সেখানেও নির্জীব। তবে শেষ অবধি ফ্র্যাইঞ্চাইজি থেকেই সরে দাঁড়িয়েছেন।  যদিও সিলেটের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। 


বুধবার দুপুর ১টায় স্ট্রাইকার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএলের দশম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে এ মৌসুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন।

বিজ্ঞপ্তিতে মাশরাফিকে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাঁর ফেরার অপেক্ষায় আছে।’


মাশরাফি অবর্তমানে কে সামাল দেবেন সিলেটের? এমন জিজ্ঞাসায় দলের মিডিয়া ম্যানেজার মিনহাজ জানিয়েছেন, 'টস সামলাবেন মোহাম্মদ মিথুন।  মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব তিনিই পালন করবেন।’