বর্ণিল আয়োজনে চবির আইইআরে বসন্ত উৎসব উদযাপন

বর্ণিল আয়োজনে চবির আইইআরে বসন্ত উৎসব উদযাপন

চবি প্রতিনিধি: 


''এসেছে বসন্ত,রঙ্গিল ধরা 

বর্ণিল সাজে শিক্ষা পাড়া''স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে  বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ফাগুন সম্ভাষণ ও পিঠা উৎসব।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে ইন্সটিটিউটের পরিচালক ড. মো:গোলাম মহিউদ্দীন ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন ।এসময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমীর উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল মান্নান, শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের প্রভাষক মনিরুজ্জামান, মোঃ কবির হোসেন, তমালিকা বড়ুয়া, সহকারী অধ্যাপক সুস্মিতা দত্ত এবং জেরীন আক্তার।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীরাও। 



উৎসব চত্বরে শিক্ষার্থীদের তৈরীকৃত এগারোটি স্টলে গ্রামীণ ও ঐতিহ্যবাহী বাহারি পিঠায় সজ্জিত ছিলো সবকটি স্টল।


স্টলগুলোতে ঐতিহ্য বাহী পিঠার সাথে ছিলো ঐতিহ্যবাহী নানা মিষ্টান্ন জাতীয় খাবার। 


পিঠাগুলোর নাম হলো,পাটিসাপ্টা,নবাবী সেমাই,পানতুয়া, পিঠাপুলি,দুধ চিতুই,জর্দা,সুজির রসমালাই,আইসক্রিম পিঠা,মালাই রোল,পুলি পিঠা,সুন্দরী পিঠা,নুডলস পকোড়া।


অনুষ্ঠানের প্রধান অতিথি ড. গোলাম মহিউদ্দিন বলেন,আইইআর শিক্ষার পাশাপাশি সংস্কৃতিতেও এ বিশ্ববিদ্যালয়ে বড় একটা স্থান দখল করে আছে।

আমাদের শিক্ষার্থীরা এ ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল।