পুলিশকে মেরে পালিয়ে গেল বিএনপি নেতা
ফেনী প্রতিনিধি: ফুলগাজীর আমজাদহাটের কিল্লাদিঘী এলাকায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহমদকে ছাগলনাইয়া থানার পুলিশ গ্রেফতার করতে গেলে কবিরের সহযোগী রবিউল হক রাকিব এবং কবির আহমদ পুলিশকে মারধর করে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। এসময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।
পুলিশকে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নজরুল ইসলাম।
উল্লেখ- পলাতক কবির উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ও আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার বাহারের অনুসারী।
