পার্কভিউ হাসপাতালে হৃদরোগ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার

পার্কভিউ হাসপাতালে হৃদরোগ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে হৃদরোগ চিকিৎসায় সর্বাধুনিক ক্যাথল্যাব নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ এর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এম আলম সাদী। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ.ই.ম.ন. জাহাঙ্গীর সেলিম।

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম রেজাউল করিম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি।


প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন –চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনোয়ারুল হক চৌধুরী এবং ডা. এ.কে.এম. মনজুর মোর্শেদ, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শ্রীপতি ভট্টাচার্য ।


সেমিনারে আরো উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরি, মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স) ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, আইসিউ, সিসিউ এর মেডিকেল অফিসারগণ, পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম প্রমূখ।