দুশ্চিন্তার আরেক নাম মিরপুরের পিচ

দুশ্চিন্তার আরেক নাম মিরপুরের পিচ

ঢাকা মর্নিং স্পোর্টস ডেস্ক: ১৪ মাস পর হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলায় টি টোয়েন্টি ফিরলেও পিচ নিয়ে দুশ্চিন্তা কমেনি। আগের মতোই এই পিচে ভুগতে হয়েছে ব্যাটারদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন এ নিয়ে কথা বলেছিলেন লিটন দাস, সফরকারী দলের কোচ মাইক হেসন। 

মিরপুরের উইকেট নিয়ে অবশ্য ক্ষোভ রয়েছে স্বয়ং বিসিব কর্মকর্তাদেরও।  সামনে বৈশ্বিক টুর্নামেন্ট। তার আগে এমন পিচে খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যার সবশেষ সংযোজন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও আকরাম খান।

গতকাল (শনিবার) বিসিবি পরিচালক আকরাম খানও উইকেট নিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টিতে অন্তত ১৬০-১৭০ রান না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না। সম্প্রতি আমাদের যে সিরিজটা হয়েছে সেখানে উইকেট ওরকম ভালো ছিল না। হয়তোবা আবহাওয়া ও সময়ের জন্য এমন হয়েছে। সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আমাদের এখানে নেদারল্যান্ডস আসার একটা সম্ভাবনা আছে। আর বাকি যে ম্যাচ আছে, সেখানেও একই পরিস্থিতি হলে…ঢাকার বাইরেও ভালো উইকেট আছে, বেশি রান হয়। পরিকল্পনা এবং চিন্তা করেছি সেখানেও আমরা খেলাতে পারি।’ 

পরে এনসিএলের ভেন্যু প্রসঙ্গে আকরাম বলেন, ‘১৫ সেপ্টেম্বর থেকে আমরা ন্যাশনাল টি-টোয়েন্টি লিগ শুরু করতে যাচ্ছি। দুটি ভেন্যুতে আয়োজন করার চেষ্টা করছি টুর্নামেন্টটি। এর মধ্যে একটি ভেন্যু হলো চট্টগ্রাম, অন্যটি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে আমরা দুটি ভেন্যুতেই আয়োজন করছি এবার, আশা করছি দেশের সব খেলোয়াড় এখানে অংশগ্রহণ করবে।’