ছোট্ট সাকাফের চিকিৎসায় সাহায্যের আবেদন
স্টাফ রিপোর্টার: ছোট্ট শিশু সাকাফ বিন সায়েম। বয়স মাত্র ১০ মাস। এ বয়সে আদুরে হাসি আর আধো আধো বুলিতে বাবা-নানা-দাদা ডেকে সবাইকে মুখিয়ে রাখার কথা, হামাগুড়ি দিয়ে এটা ওটা ফেলে দিয়ে মা দাদিকে ব্যস্ত রাখার কথা, কিন্তু বাবা-মায়ের সেই হাঁসি মিলিয়ে গেছে সন্তানের কঠিন ব্যাধির শোকে। অসহ্য যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে শিশুটির। সন্তানের এই কষ্ট সইতে না পেরে কাতর বাবা-মা।
শিশুটির বয়স যখন ১ মাস ২৪ দিন, তখনই বাবা-মা জানতে পারেন তাদের আদরের সন্তান দুরারোগ্য বিলিয়ারি অ্যাট্রেসিয়া রোগে আক্রান্ত। এটি এমন একটি রোগ, যা শিশুর বয়সের ২ মাসের মধ্যে অপারেশন করাতে না পারলে বাঁচানো যায় না।
এরপর অধ্যাপক ডা. মো. রোকোনুজ্জামানের পরামর্শে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানে সময় মত চিকিৎসা না পেয়ে, আদরের সন্তানকে নিয়ে বাবা মা যান ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতালে। সেখানে বিলিয়ারি অ্যাট্রোসিয়ার অপারেশন করানো হয়। এতে খরচ হয় পাঁচ লাখ টাকার ওপরে। তবে সময় মত না হওয়ায় ব্যর্থ হয় অপারেশন।
এর ফলে ছয় মাস পরে শিশুটির শরীরে দেখা দিয়েছে মারাত্মক জটিলতা। বাড়তে থাকে মা বাবার আদরের ধনের অসুস্থতা।
সাধ্যমতো চিকিৎসা আর অসময়ের অপারেশনের ফলে ক্ষতিগ্রস্ত হয় ছোট্ট সাকাফের লিভারও।
চিকিৎসকরা এখন বলছেন, শিশুটিকে বাঁচাতে যতদ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে, যা দেশে অসম্ভব। জটিল এ চিকিৎসা করাতে হলে নিতে হবে দেশের বাইরে।
এতেই চিন্তার ভাঁজ সাকাফের বাবার কপালে। নাওয়া খাওয়া ভুলে এখন তাঁর ২৪ ঘন্টার চিন্তা কেমন করে হবে সোনামনির চিকিৎসা। কীভাবে জোগাড় হবে লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনীয় ৫০/৬০ লাখ টাকা। এ বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এরমধ্যে সহায় সম্বল যা ছিল তার প্রায় পুরোটাই শেষ করে নি:স্ব হয়ে গেছেন তিনি।
সন্তানকে বাঁচাতে তাই স্বামর্থবানদের দুই কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন এই অসহায় বাবা-মা।
সাকাফের বাবার ব্যাংক ডিটেইলস-
Sayemur Rahman
A/C No- 701734195491
Dutch Bangla Bank Agent Banking
Sayemur Rahman
A/c no- 4127-0310075095
Bangladesh Krishi Bank
Abu Hasan Md Mujahid
20504160200138213
Islami Bank Bangladesh
Banasree Branch
bKash/ Nagad (Sayem)
01884696955