কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হলেন ড. মোহাম্মদ সোলায়মান
জেলা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ সোলায়মান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
ড. মোহাম্মদ সোলায়মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন।
জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের জার্নালে বেশ কিছু প্রকাশনা প্রকাশিত হয়েছে ড. মোহাম্মদ সোলায়মানের। পাশাপাশি তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য মার্কেটিং বিষয়ের পাঠ্য বইয়েরও রচয়িতা। সর্বশেষ তিন বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অন্যতম দেশ সেরা মার্কেটিং বিভাগের সম্মাননা পেয়েছে।
ড. মোহাম্মদ সোলায়মান বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্য গ্রহণ করেন। তাঁর পিতা বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল হাফিজ বিএসসি। সহধর্মিনী সেলিনা আক্তার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ।
বর্তমানে ডক্টর মোহাম্মদ সোলায়মান বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থেকে শিক্ষা উন্নয়নে অবদান রেখে চলেছেন। ডক্টর মোহাম্মদ সোলায়মান অনেকগুলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। তিনি বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি,ঢাকা-এর উপদেষ্টা, বুড়িচং উপজেলার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন 'অর্গানাইজেশন ফর স্টুডেন্টস অ্যাডভান্সমেন্ট (উষা)-এর সাবেক সভাপতি, 'বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম' সংগঠনের উপদেষ্টাসহ আরো অনেকগুলো সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে এই অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নে অবদান রেখে চলেছেন।