ইবিতে ভ্যান চালাতে ইউনিফর্ম লাগবে

ইবিতে ভ্যান চালাতে ইউনিফর্ম লাগবে

ইবি প্রতিনিধি: ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলাচলকারী ভ্যানচালকদের নিবন্ধনের আওতায় আনছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কার্যক্রম শেষ হওয়ার পর ক্যাম্পাসের ভেতরে পরিচয়পত্র ছাড়া কেউ ভ্যানগাড়ি চলাতে পারবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আইডি কার্ড ও ইউনিফর্ম প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। 


এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মানুনুর রহমান ও টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এছাড়াও সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেনের সঞ্চালনায় সহকারী প্রক্টর ড. আরিফুল ইসলাম, ইয়ামিন মাসুম, কাজী মওদুদ আহমেদ ও মিঠুন বৈরাগীসহ প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রথম পর্যায়ের ৫০জন ভ্যানচালককে বিশ্ববিদ্যালয় নাম সম্বলিত ইউনিফর্ম  এবং আইডি কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে আরো ৫০ জনসহ মোট ১০০ জনকে এ কার্যক্রমের আওতাভুক্ত করা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। 


এছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো স্থানে যাতায়াতের জন্য নির্ধারিত ভাড়া পাঁচ টাকা ও ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের বাইরে আলোচনা সাপেক্ষে ভাড়া নিতে পারবেন ভ্যানচালকরা।


শিক্ষক সমিতির সভাপতি ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভ্যানচালক ভাইদের সম্মানিত করেছে। তারা নতুন একটি পরিচয় পেয়েছে। কেউ অঘটনা ঘটালেও তাকে শনাক্ত করা যাবে। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার ও অপরাধ সনাক্ত করতে এ পদক্ষেপ নিয়েছি। এ কার্যক্রম শেষ হলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পরিচয়হীনভাবে ভ্যানচালকরা ভ্যানচালাতে পারবেন না। এতে করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটা সুশৃঙ্খল হবে বলে মনে করি।