আমতলীতে সেতু ভেঙে ১০ জন নিহত, পাঁচ মাসের শিশু জীবিত উদ্ধার
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। ব্রীজ ভেঙে নদীতে মাইক্রোবাস পড়লেও অলৌকিকভাবে বেঁচে যায় ৫ মাসের একটি শিশু। তাকে উদ্ধার করে সারভাইভ করেছেন এলাকাবাসী।
শনিবার ২২ জুন দুপুর ২টার দিকে হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু।
জানা যায়, দুপুরে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি বরযাত্রীবাহি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। এঘটনায় আহতাবস্থায় উদ্ধার হওয়া চারজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, আমতলী পৌর শহরে হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মনির হাওলাদারের মেয়ের বিয়ে। দুপুরে মনির হাওলাদারের নিকট আত্মীয়রা একটি মাইক্রোবাস ও একটি ব্যাটারী চালিত ইজিবাইককে চেপে মেয়ের জামাই বাড়ীতে বৌভাতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, নিহতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী ও দুইটি শিশু। গাড়িটিতে আরও দুইজন যাত্রী ছিল। তাদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। বাকি নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান।
ছবি: সানজির হোসেন ইভান