আইআইইউসিতে সাধারণ শিক্ষা কোর্স নিয়ে মতবিনিময় সভা

আইআইইউসিতে সাধারণ শিক্ষা কোর্স নিয়ে মতবিনিময় সভা

চট্টগ্রাম প্রতিনিধি:

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সেন্টার ফর জেনারেল এডুকেশনের আয়োজনে 'সাধারণ শিক্ষা কোর্সসমূহের কার্যকর বাস্তবায়ন' (Exchange on Effective Implementation of General Education Courses) শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মো. তৌহিদুল ইসলাম।  অনুষ্ঠানে আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড.  মুহিবুল্লাহ সিদ্দিকী, প্রফেসর ড. এনায়েতুল্লাহ পাটোয়ারী, প্রফেসর ড. নাজমুল হক নদভী, প্রফেসর ড. বি এম মুফিজুর রহমান, প্রফেসর ড. নাজামুল হক, প্রফেসর ড. ফরিদউদ্দিন ফারুক, ড আব্দুর রহমান, প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাজু আহমদ, ড. আ ফ ম খালিদ হোসাইন, প্রফেসর ড. শাকের আলম শ‌ওক, ড. মাহমুদুল হাসান, মুহাম্মদ মনজুর হোসাইন পাটোয়ারী, ড. ইয়াসির আরাফাত, ড. আমানুল্লাহ, এ এফ এম নূরুজ্জামান, ড. আরিফ বিল্লাহ, সাইয়েদ নূর আজহারী প্রমুখ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। এরপর  সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মো. তাওহীদুল ইসলাম স্বাগত বক্তব্যে সেন্টার ফর জেনারেল এডুকেশন্রর কোর্স পরিচিতি, গুরুত্ব ও সীমাবদ্ধতা তুলে ধরেন।

সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভাগসমূহের প্রতিনিধি,   অর্ধশত নিয়মিত ও খণ্ডকালীন শিক্ষক  অংশগ্রহণ করেন। এসময়  বক্তারা সাধারণ শিক্ষার কোর্সসমূহের কার্যকর বাস্তবায়ন নিয়ে মত প্রদান করেন। বক্তারা বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠা ও পারলৌকিক মঙ্গলের জন্য সাধারণ শিক্ষার কোর্সগুলোর  গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।